ক্রীড়া প্রতিবেদক, সময়নিউজবিডি
বর্ণিল আনুষ্ঠানিকতায় মাঠে গড়াল ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশীপ টি-টোয়েন্টি সিরিজ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে সিরিজের উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান।
ভারত-বাংলাদেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে নিয়ে দুই দেশের ভাতৃত্ববোধ সুদৃঢ় করার লক্ষ্যে এ সিরিজের আয়োজন করেছে বাংলাদেশের বন্ধু তোমাকে চাই অসহায় মানুষের পাশে ফাউন্ডেশন।
উদ্বোধনী অনুষ্ঠানে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশীপ টি-টোয়েন্টি সিরিজের সমন্বয়ক ও সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এডভোকেট মোঃ লোকমান হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এ.এস.পি (সদর দপ্তর) আবু সাইদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি, ব্রাহ্মণবাড়িয়া আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সোপানুল ইসলাম সোপান, চ্যানেল আই সৌদি আরব প্রতিনিধি এম.ওয়াই আলাউদ্দিন, খেলো ইন্ডিয়া স্পোর্টস সমিতির সাধারণ সম্পাদক রাজেশ কাপুর, বন্ধু তোমাকে চাই অসহায় মানুষের পাশে ফাউন্ডেশেন সভাপতি মো. মনির চৌধুরী, সাধারণ সম্পাদক জুবায়ের নূর।
প্রথম ম্যাচে ৮ উইকেটের জয় বাংলাদেশের।
এদিকে খেলার শুরুতে টসে জিতে ব্যাটিং করতে নামে ভারত। বাংলাদেশী স্পিনার রাব্বীর ঘূর্ণি ঝড়ে প্রথমেই লন্ডবন্ড হয়ে যায় ভারতের টপ অর্ডার। মাত্র ৩ ওভারে ৭ রানে ৪ উইকেট হারিয়ে যখন বেকায়দায় ভারত, মিডল অর্ডারের কৌশলী ব্যাটিং তখন রানের চাকা সচলের চেষ্টা করে। সব উইকেট হারিয়ে ৬০ রান তোলে ভারত। ভারতের পক্ষে সর্বোচ্চ মনোজ করেন ১৯ রান। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন রাব্বী। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে ২০ বলে ৫৪ রান করে শুভ। অসাধারণ বোলিং এর জন্য রাব্বী ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
ইনাম/সময়নিউজবিডি টোয়েন্টিফোর।
Leave a Reply