স্মাইল ইন লাইফ এর আয়োজনে গত শুক্রবার বিকালে স্থানীয় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে আজীবন সম্মাননা ও মেধাবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও স্মাইল ইন লাইফের প্রধান উপদেষ্টা নায়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারী উদ্যোগ কেন্দ্র (নউক) এর নির্বাহী পরিচালক মাশহুদা খাতুন শেফালী, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম।
স্বাগত বক্তব্য রাখেন স্মাইল ইন লাইফের প্রতিষ্ঠাতা ও সভাপতি আসিফ ইকবাল খান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন স্মাইল ইন লাইফের সাধারণ সম্পাদক মোঃ বাপ্পি। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্মাইল ইন লাইফের সদস্য আব্দুল মতিন শিপন। অনুষ্ঠানে স্মাইল ইন লাইফের পক্ষ থেকে সূর্যমুখী কিন্ডারগার্টেনের অধ্যক্ষ সালমা বারী ও শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী আজিজুর রহমান তুষার ও হৃদয় সরকারকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুন নূর তুষার বলেন, স্মাইল ইন লাইফের সদস্যরা সমাজে আলো জ্বালানোর কাজ করছে। তারা শিশুদের মেধার বিকাশ ঘটাতে এ প্রয়াস চালিয়ে যাচ্ছে। আমি এই কার্যক্রমকে সাধুবাদ জানাই। তিনি এ সময় বলেন, আমাদের বিশ্বাস করতে হবে সত্য এবং সুন্দরের পরাজয় নাই। তাই এ বিশ্বাসকে কাজে লাগিয়ে অর্থপূর্ণ জীবন তৈরি করার মাধ্যমে সফলতা পাওয়া যাবে। আমাদের নতুন প্রজন্মকে অর্থপূর্ণ জীবন তৈরির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলেই আমাদের সফলতা আসবে।
প্রেস বিজ্ঞপ্তি।
Leave a Reply