কক্সবাজর প্রতিনিধি//সময়নিউজবিডি
কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়ি পানের ছড়া ৫নং নম্বর ওয়ার্ড পশ্চিমকুলের ওলু ঘোনা এলাকায় জমি দখলের সময় বাধা দেয় হামলার শিকার হয়েছেন দিনমজুর আব্দুল হালিম (২৫)।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ৮ টার দিকে পানির ছড়ার পশ্চিমকুল তার নিজ বাসায় এ হামলার ঘটনা ঘটে। আহত আব্দুল হালিম দক্ষিণ মিঠাছড়ি পানিরছড়া এলাকার ফরিদুল আলমের ছেলে। আহত আব্দুল হালিমের পরিবার অভিযোগ করেন বলেন,তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তার নিজ বসতভিটা দখল করে তাকে এলাকা ছাড়া করবে এমন হুমকি-ধামকি দিয়ে আসছিল। একই এলাকার সৈয়দ হোসেন এর ছেলে কলিম উদ্দিন (৩০)।
বৃহস্পতিবার সকালে হঠাৎ কলিম উদ্দিন এর নেতৃত্বে সলিম উল্লাহ, শফিকুল্লাহ, আমান উল্লাহ,সহ ১০-১২ জন অস্ত্রধারী লোকজন তার বাসায় সামনে অবস্থান নেয় কলিম উদ্দিন তার বাসায় ঢুকে তাকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে আসে তারপর তার সহযোগীরা ঝাঁপিয়ে পড়ে। হামলাকারীদের দা-কিরিসের কুপ ও লোহার রড়ে আঘাতে আব্দুল হাকিম মারাত্বকভাবে আহত হয়। তার মাথা, কপাল ও হাতে বড় ধরণের জখম হয়।হামলাকারীরা মেরে ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয় লোকজন তাকে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করায়। পরে অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।এ ঘটনায় আহত আব্দুল মুবিন নামে আরো একজন সদর হাসপাতালে চিকি’সাধীন রয়েছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত আব্দুল হালিম পরিবারের সূত্রে জানা যায়, হামালাকালীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply