আব্দুল হানান, নাসিরনগর প্রতিনিধি
সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় প্রাইমারী স্কুুল সার্টিফিকেট (পিএসসি) ও এবতেদায়ী সমাপনী পরীক্ষার প্রথম দিনে সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ নভেম্বর) উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের এসইএসডিপি মডেল হাই স্কুল কেন্দ্র ঘুরে নকলমুক্ত পরীক্ষার পরিবেশ লক্ষ্য করা যায়। ১ম দিন ইংরেজী ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর অত্র উপজেলায় ১৪টি কেন্দ্রে প্রাথমিক ৫৯৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৭৯৯ জন ও এবতেদায়ীতে ৩১৮ জনের মধ্যে ২৬১ জন্য পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। প্রথম দিনের পরীক্ষায় কােন পরীক্ষার্থীর বহিঃস্কার হওয়ার খবর পাওয়া যায়নি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা জানান, সম্পূর্ণ নকলমুক্ত ও শান্তিপূর্ণভাবে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply