আখাউড়া প্রতিনিধি//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজাম উদ্দিন (৩২) নামের এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত নিজাম উদ্দিন আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের মৃত ধন মিয়ার ছেলে
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে নিজামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
নিজাম দীর্ঘ ৮ বছর ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। ছুটিতে দেশে আসার ১৯ দিনের মাথায় ঝড়ে গেলে নিজাম উদ্দিনের প্রাণ। নিহতের চাচা মো.মোবারক হোসেন জানান, আমার ভাতিজা ১০ বছর ধরে সৌদি আরবে ছিল। এই ১০ বছরে ৩য় বারের মতো দেশে আসেন কিন্ত আজ দুপুর ১টার দিকে তার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার একটি ছেলে এবং একটি মেয়ে রয়েছেন। তার এ অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply