সংবাদ শিরোনাম
৫ নং সুন্দরপুর ইউপি ছাত্রলীগের উদ্যোগে ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৫ নং সুন্দরপুর ইউপি ছাত্রলীগের উদ্যোগে ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা 

বাংলাদেশ ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার  অন্তর্গত ৫ নং সুন্দরপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গত ৪ জানুয়ারী শনিবার বিকাল ৪টায় কান্তজিউ মন্দিরের প্রবেশদ্বার তেভাগা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভাটি ৫ নং সুন্দরপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক এম.এ রায়হান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ৫ নং সুন্দরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মজিদুল ইসলাম বলেন, “স্বাধীনতা যুদ্ধের পর থেকে অদ্যবধি দীর্ঘ সময় অতিক্রম হলেও এই ৫ নং সুন্দরপুর ইউনিয়নে ছাত্রলীগের কোন পূর্ণাঙ্গ কমিটি এখনও হয়নি, অথচ এই ছাত্রলীগই আওয়ামীলীগের একমাত্র ভ্রাতৃপ্রীতম সংগঠন। আমাদের এই ৫ নং ইউনিয়ন এক সময় বি.এন.পি’র দাপটেই ছিল। কিন্তু বর্তমানে এই ইউনিয়নে ছাত্রলীগের প্রবেশ ঘটায় বর্তমানে এখানে বি.এন.পি’র কোন অস্তিত্ব নেই। আমরা দলকে বিশ্বাস করি, নিজের অধিকার প্রতিষ্ঠার চেয়ে দলের সুনাম বজায় রাখাই আমাদের নৈতিক দায়িত্ব। আর আওয়ামীলীগের ভবিষ্যত কর্ণধারই হচ্ছে এই ছাত্রলীগ। তাই আমরা আশা করি এই ইউনিয়নে অতিসত্বর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অত্র ইউনিয়নের সুবিধাবঞ্চিত অবহেলিত প্রকৃত নেতা-কর্মীদের তৃণমূল পর্যায় থেকে বের করে এনে নেতৃত্বের ভার তাদের হাতেই অর্পণ করাই আমাদের প্রকৃত দায়িত্ব এবং লক্ষ্য।” এছাড়াও অন্যান্য আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা হামিদুল ইসলাম, সুবাস চন্দ্র, যুবলীগ নেতা ফারুক, ৫ নং সুন্দরপুর ইউনিয়ন ছাত্রলীগের সদস্য সচিব রাসেদুল ইসলাম, হুসাইন মাহমুদ নাসির সহ আরো অনেকে। এদিকে, আলোচনা সভার পূর্বে দিনের শুরুতে দিনাজপুর কান্তজিউ মন্দিরের প্রবেশদ্বার তেভাগা চত্বর থেকে ৫ নং সুন্দরপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রায়হান সরকার এর নেতৃত্বে ছাত্রলীগের একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কান্তজিউ মন্দিরের প্রবেশদ্বার তেভাগা চত্বরে গিয়ে র‌্যালীটি শেষ হয়। র‌্যালী শেষে ইউনিয়ন ছাত্রলীগের সকল নেতাকর্মীর উপস্থিতিতে কেক কেটে বাংলাদেশ ছাত্রলীগের ৭২ তম জন্মবার্ষিকী পালিত হয়।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com