স্টাফ রিপাের্টার//সময়নিউজবিডি
উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি দেওয়ান হাফিজ ও সাধারন সম্পাদক হিসেবে মোঃ মোস্তফা দেলোয়ার নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মধ্যপাড়ায় হুমায়ুন কবির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
২৫টি পদের মধ্যে ১৮টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকী ৭ পদের প্রার্থীদের বিরুদ্ধে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে ভােট গ্রহণ। নির্বাচন সভাপতি পদে মোঃ দেওয়ান হাফিজ ৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মোস্তফা দেলোয়ার ৪৭ ভোটে বিজয়ী হয়েছেন।কমিটির অন্যান্য পদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি (পুরুষ) পদে নির্বাচিত হয়েছেন মোঃ নাসির উদ্দিন সরকার-(৭৭ ভােট), সিনিয়র সহ-সভাপতি (মহিলা) পদে নির্বাচিত হন বেগম শাহিনুর-(৭৮ ভােট), সহ-সভাপতি (পুরুষ) পদে নির্বাচিত হয়েছেন মােহাম্মদ আবদুল মান্নান-(৮০ ভােট), মনিরুল ইসলাম-(৮০ ভােট) ও মােহাম্মদ মাহতাব উদ্দিন-(৫২ ভােট), সহ-সভাপতি (মহিলা) পদে নির্বাচিত হয়েছেন মাফিয়া খানম-(৭৪ ভােট) ও কাজী রওশন আরা খানম-(৭৪ ভােট)। সিনিয়র যুগ্ম সম্পাদক (পুরুষ) পদে নির্বাচিত হয়েছেন এ.কে.এম নূরুল আলম-(৭৬ ভােট), সিনিয়র যুগ্ম সম্পাদক (মহিলা) পদে নির্বাচিত হয়েছেন নাঈমা সুলতানা-(৮০ ভােট), সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আলমগীর-(৭৮ ভােট)।
ভােট গননা শেষে সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান রেজাউল করিম নির্বাচনের ফলাফল ঘােষনা করেন। তিনি জানান, নির্বাচনে ১১৯জন ভােটারের মধ্যে ৮৫ জন তাদের ভােটাধিকার প্রয়ােগ করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply