বিনােদন প্রতিনিধি//সময়নিউজবিডি
মেলার গান আলােচিত নবাগত কন্ঠশিল্পী নয়ন দেয়ার ‘প্রেম পাগলের ভালােবাসা’ মিউজিক গান মুক্তি পেয়েছে। সাদিয়া ভিসিডি সেন্টারের ব্যানারে গত সােমবার মুক্তি পেল গানটি। লিখেছেন কবি ও সাহিত্যিক রুদ্র আমিন, সুর দিয়েছেন সংগীতশিল্পী মম রহমান। স্টুডিও ভিডিও গানটির সম্পাদনা করেছেন এস আর শাহিন। এরআগে রাজধানীর মগবাজারে মম মিউজিক স্টুডিওতে গানটি রেকর্ড হয়। ‘সিনথিয়ার প্রেম’ নামের এ্যালবামের প্রথম গান ‘প্রেম পাগলের ভালােবাসা’। বিশ্ব ভালােবাসা দিবসের দিন গানটি মুক্তি পাওয়ার কথা জানিয়েছিলেন সাহিত্যিক রুদ্র আমিন।ভালােবাসা দিবসের তিনদিনের মাথায় গানটি মুক্তি পাওয়া প্রসঙ্গে নবাগত কন্ঠশিল্পী নয়ন দেয়া খ্যাত সংবাদকর্মী নজরুল ইসলাম বলেন, ভালােবাসা দিবসে অনেক গানের ভিড়ে আমার গানটি মুক্তি দিতে চাইনি বলেই বিলম্ব হয়েছে। ভক্তরা আমাকে ভালােবাসে তাই অপেক্ষার সুমিষ্ট ফল উপহার দিলাম, আরও দিবাে। প্রথম বারেরমতাে সাদিয়া ভিসিডি সেন্টারের ব্যানারে কাজ করছি। প্রেম নিয়ে আমার এ্যালবাম। ভালােবাসা তা প্রতিদিনের জন্যই। বছরের প্রত্যেকটা দিনেই তা নতুন প্রেম জুটি হচ্ছে। আমি মনে করি, প্রতিদিনই ভালােবাসা দিবস। এই লাইনটাও আমার গানের মাঝে পাবেন। পেশার ফাঁকে গান নিয়ে সক্রিয় আছি। নিয়মিত কনসার্টেও আমন্ত্রণ পাচ্ছি। ছােট বেলা থেকেই বিভিন্ন সাংস্কৃতিক মঞ্চে গান করছি। ভালােবাসার মাঝেই তাে আছি। ‘প্রেম পাগলের ভালােবাসা’ গানটি তরুণ তরুণীদের কাছে ব্যাপক গ্রহনযোগ্যতা পাবে বলে আমি প্রত্যাশা করছি। মম রহমানের সুর ‘সিনথিয়ার প্রেম’ এ্যালবামের সবকটি গান করব।
সাদিয়া ভিসিডি সেন্টারের কর্ণধার হযরত আলী বলেন, নবাগত কন্ঠশিল্পী নয়ন দেয়া খ্যাত নজরুল ইসলাম একজন সংবাদকর্মী। তাঁর কন্ঠে সবাই মুগ্ধ হবেন আশা রাখি। সম্প্রতি মেলার গান যেমন আলােড়ন হয়েছিল, তার চেয়ে বেশী গ্রহনযােগ্যতা পাবে ‘প্রেম পাগলের ভালােবাসা’। ‘সাবধান হও নারী’ শিরােনামে নারী জাগরণের গানও করেছেন নয়ন দেয়া। গানটি লিখেছেন চলচ্চিত্র পরিচালক এম সাখাওয়াত হােসেন। তিনি জয় নগরের জমিদার ও আসমানী ছিনেমার পরিচালক। সাদিয়া ভিসিডি সেন্টারের ব্যানারে যুক্ত করা প্রসঙ্গ হযরত আলী বলেন, নয়ন দেয়ার কন্ঠেই সাদিয়া ভিসিডি সেন্টার জায়গা করে নিয়েছে। ‘সিনথিয়ার প্রেম’ এ্যালবামের সবকটি গান আলােচিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply