সংবাদ শিরোনাম
ভারতের ত্রিপুরা রাজ্যে ভারত -বাংলাদেশ মৈত্রী সম্মাননা পেলেন আবৃত্তি শিল্পী সোহেল আহাদ ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের জেরে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত কমলগঞ্জে দু’দিনব্যাপী বসন্ত মেলা সমাপ্ত কমলগঞ্জে তেলের ট্যাঙ্কারবাহী ট্রেনের সাথে মাইক্রোবাসের সংঘর্ষ।। নারীসহ আহত ২ কমলগঞ্জের লাউয়াছড়ায় আগুন।। পুড়ে গেছে এক একর বন ব্রাহ্মণবাড়িয়ায় আল খলিল হসপিটালের চিকিৎসকের ভুল চিকিৎসায় কলেজ ছাত্রের মৃত্যু অভিযোগ।। আটক-৩ কসবায় ট্রাক্টর খাদে পড়ে দুইজন নিহত ব্রাহ্মণবাড়িয়ায় অধ্যাপক হরলাল রায় সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শিশু দিবস উদযাপন কমলগঞ্জে ত্রিপুরা ভাষা শিক্ষা কেন্দ্র উদ্বোধন

ডিইউজে নির্বাচিতদের জাতীয় সাংবাদিক ক্লাবের অভিনন্দন

ডিইউজে নির্বাচিতদের জাতীয় সাংবাদিক ক্লাবের অভিনন্দন

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন কুদ্দুস আফ্রাদ। আর সাজ্জাদ আলম খান তপু সংগঠনের সাধারণ সম্পাদক পদে বিজয়ী  হয়েছেন।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার কাশেম হুমায়ন এ ফল ঘোষণা করেন।

কুদ্দুস আফ্রাদ (আনন্দবাজার) ৬৫০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। আর ৪৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক তপু (যমুনা টিভি)। তারা দুজন একই প্যানেল থেকে নির্বাচনে অংশ নেন।

এছাড়া সংগঠনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এমএ কুদ্দুস (৬৭৮ ভোট)। একইসঙ্গে যুগ্ম সম্পাদক খায়রুল আলম (৭৬৯ ভোট), কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম (৬৯৩ ভোট), সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ (৬৫৮ ভোট), প্রচার সম্পাদক আছাদুজ্জামন (৬৩৯ ভোট), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দুলাল খান (৫৩৭ ভোট), জনকল্যাণ সম্পাদক সোহেলী চৌধুরী (৫১৩ ভোট) ও দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস (৬১৬ ভোট) নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে সুরাইয়া অনু, জিএম মাসুদ ঢালী, সাকিলা পারভিন, শাহনাজ পারভিন এলিস, রাজু হামিদ, ইব্রাহিম খলিল খোকন, সলিমউল্লা সেলিম, অজিত কুমার মহলদার এবং এএম শাহজাহান মিয়া।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে)’র নব নির্বাচিত সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সাংবাদিক ক্লাব কেন্দ্রীয় কমিটি। এক বিবৃতিতে জাতীয় সাংবাদিক ক্লাবের সভাপতি কাজী জহির উদ্দিন তিতাস, সিনিয়র সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম জোমাদ্দার মিলন, সহ সভাপতি মোঃ হাসান আলী রেজা দোজা, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আকলিমা আখতার শিউলী, সাংগঠনিক সম্পাদক বি. এম সাগর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুজ্জামান আরিফ, ক্রীড়া বিষয়ক সম্পাদক কায়কোবাদ, সাহিত্য বিষয়ক সম্পাদক মুনসুর আহমেদ, সদস্য মিতু মেহজাবিন, তাহমিনা আক্তার তনু, মোহাম্মদ রানা, মিনহাজুল হক রাসেল ও আঃ রহমান রিপন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে)’র নব নির্বাচিত সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাদের কর্মজীবনের সফলতা কামনা করেন।  (প্রেস বিজ্ঞপ্তি)। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




আজকের দিন-তারিখ

  • সোমবার (দুপুর ২:৪৯)
  • ২৭শে শাবান, ১৪৪৪ হিজরি
  • ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল)
© All rights reserved © 2017 Somoynewsbd24.Com
Translate »