আব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরে কামাল চৌধুরীর বাড়ীতে যুক্তরাষ্ট্র প্রবাসী তার মেয়ে ও স্বামী শুক্রবার বেড়াতে আসে। আজ শনিবার (২১ মার্চ) খবর পেয়ে নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে যুক্তরাষ্ট্র প্রবাসী জামাই ও তার স্ত্রী সহ শ্বশুর বাড়ির আরো তিনজনকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন। এসময় তিনি হোম কোয়ারেন্টাইনে না থাকলে সরকারের নির্দেশনা অমান্য করার দায়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।এসময় উপস্থিত ছিলেন নাসিরনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোঃ কবির হােসেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply