স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিতে কৃষকের ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) উপজেলার বুধন্তী ইউনিয়নের কয়েকটি গ্রামের উপর দিয়ে শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিতে ফসলি জমির ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে জেলার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের বুধন্তী, সাতবর্গ, ইসলামপুর ও শশই গ্রামের উপর দিয়ে শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিপাতে চারটি গ্রামের ধানি জমি, ছিম, বেগুন ও শষা ক্ষেতের ক্ষতি হয়েছে। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা সঠিক করে তাৎক্ষণিকভাবে বলতে পারেনি কৃষকরা।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply