জিয়াদুল হক বাবু//স্টাফ রিপোর্টার,সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বাজার মনিটরিং এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়েছে।সোমবার ( ৬ এপ্রিল) দুপুরে উপজেলার আমতলী বাজারে বাজার মনিটরিং এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগার।
বাজার মনিটরিংয়ের সময় ন্যায্যা মূল্যের চেয়ে অধিকমূল্যে পণ্য বিক্রয় ও পণ্য তালিকা না থাকার অপরাধে ৩ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগার জানান, উপজেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং করা হয়। এসময় ৩ টি দোকানে পণ্যমূল্য অতিরিক্ত দামে বিক্রয় এবং পণ্যের মূল্যে তালিকা না থাকার অপরাধে ভোক্তার অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা -৪৫ এ জরিমানা করা হয়েছে।
এছাড়াও বাজারে যেন দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল থাকে সে জন্য সকল ব্যবসা প্রতিষ্ঠানকে সর্তক করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply