স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
বৈশ্বিক করোনা ভাইরাস পরিস্থিতিতে কৃষি শ্রমিকের অপ্রতুলতা নিরসনে কৃষি ক্ষেত্রে প্রণোদনা কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ৫০% ভর্তুকিতে ৪টি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করলেন সুযোগ্য জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।
রবিবার (১২ এপ্রিল) ৫০% ভর্তুকিতে ৪ টি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করেন।
হারভেস্টার এ মেশিন দিয়ে একই সাথে ধান কাটা, ধান মাড়াই, ঝড়াই ও বস্তাবন্দী করার কাজ করবে হারভেস্টার মেশিনটি। মেশিনটি দিয়ে ২৫/৩০ মিনিটে এক বিঘা জমির ধান কাটতে পারবে। এতে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রবিউল হক মজুমদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব অ্যাড.লোকমান হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ.এইচ মাহাবুব আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুন্সি তোফায়েল হোসেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর
Leave a Reply