বাঞ্ছারামপুর সংবাদদাতা//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মোঃ সুজন মিয়া (২৬) নামে হত্যা মামলার এক আসামী পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। সে একই ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
রবিবার (১৭ মে) দিবাগত রাত সোয়া ২টায় উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর গ্রামের একটি বাগানে এ বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, গতকাল রবিবার দুপুরে বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের গৌরি হোসেনের ছেলে বাবু মিয়াকে (২৭) ছুরিকাঘাত করে তার আপন ফুফাতো ভাই সুজন ও তার সহযোগীরা। এতে বাবু নিহত হন। এ ঘটনায় রবিবার রাতেই অভিযুক্ত সুজনকে পুলিশ আটক করে তার দেয়া তথ্যের ভিত্তিতে বাবু হত্যায় জড়িত বাকী আসামীদের গ্রেপ্তার করতে একই ইউনিয়নের ভেলানগর গ্রামের একটি বাগানে যায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সিজনের সহযোগীরা পুলিশের উপর গুলি চালায়। পুলিশও নিজেদের আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এসময় সুজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঞ্ছারামপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ সালাহ উদ্দিন চৌধুরী জানান, পুলিশের সাথে বন্দুকযুদ্ধের ঘটনাস্থল থেকে সুজনের সহযোগীদের ফেলে যাওয়া একটি পাইকগান ও চারটি খোসা উদ্ধার করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply