স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিঁটির যুগ্ম মহিলা সম্পাদিকা, জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদিকা, বিশিষ্ট সমাজ সেবিকা, শিক্ষানুরাসী,  জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব পদে পদোন্নতি পেয়েছেন। ৪ জুন ২০১৯ জাতীয় পার্টির যুগ্দম দফতর সম্পাদক এম.এ. ওাজ্জাশ খানের প্রেরিত এক পেস বিপ্সপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।     
 এ্যাড. শহিদা রহমান (রিংকু)’কে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব পদে পদোন্নতি প্রদান করায় তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবহৃু হুসেনন মুহম্মদ এরশাদ, ভারপস্খাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি.এম কাদের) ও মহাসচিব মশিফর রহমান রাঙ্গাষর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 
 এ্যাড. শাহিদা রহমান (রিংকু) জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব পদে পদোন্নতি হওয়ায় তাঁকেও দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।       
 পদোন্নতি হওয়ায়  জাতীয় পার্টির  যুগ্ম মহাসচিব এ্যাড. শাহিদা রহমান (রিংকু) বলেন  ,  জাতীয় পার্টি তথা পল্লীবহৃু হুসে্ইন মুহম্মদ এরশাদ এর  শাসন আমল ছিল দেশের স্বর্ণ যুগ।জাতীয় পার্টিকে আবারও ক্ষমতায় আনতে হবে। 
Leave a Reply