স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
মহামারি করোনা ভাইরাস কুভিড-১৯ সংক্রমণে কর্মহীন হয়ে বিপাকের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভয়াবহ টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির ফলে বিপাকে পড়া মানুষদের খোঁজখবর নিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন।
রবিবার (০৭ জুন) দুপুর ১ টায় আকষ্মিক ঘূর্নিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত নাসিরনগর উপজেলার সদর ও বুড়িশ্বর ইউনিয়নভুক্ত এলাকাসমূহে দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন।
এসময় উপস্থিত ছিলেন অধিনায়ক, ৬-ইস্ট বেঙ্গল লেঃ কর্ণেল মোঃ আতাউর রহমান খান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা আশরাফী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান সহ সাংবাদিকবৃন্দ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply