সময়নিউজবিডি রিপোর্ট
বৈশ্বিক করোনা ভাইরাস পরিস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়ায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির সরবরাহ পরিস্থিতির স্বাভাবিকতা অব্যাহত রাখার পাশাপাশি নির্ধারিত মূল্যে বিক্রয় এবং করোনা ভাইরাস সংক্রমণ রোধে ‘সামাজিক দূরত্ব’ বজায় রেখে বিক্রয় কার্যক্রম নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে।
সোমবার (০৮ জুন) জেলা প্রশাসনের নেতৃত্বে জেলা শহরসহ জেলার সকল উপজেলায় বাজার মনিটরিং করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন এর নির্দেশে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জেলা এবং উপজেলা পর্যায়ে বাজার মনিটরিং করেন। একইসাথে টিসিবি ডিলার কর্তৃক ন্যায্যমূল্যে দ্রব্যসামগ্রী বিক্রয় কার্যক্রম ও মনিটরিং অব্যাহত রেখেছেন। এছাড়াও করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে সবধরনের সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালিত করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply