স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
বৈশ্বিক করোনা ভাইরাসে (কুভিড-১৯) ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে আরো ২৪ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৫৬৫ জন।
ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডাঃ একরাম উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ সোমবার (২২ জুন) দুপুরে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, দুপুরে ১৪৮ টি রিপোর্ট আসে। এর মধ্যে ২৪ জন করোনা সনাক্ত হয়েছে। ২৪ জনের মধ্যে সদর উপজেলায় ১ জন, কসবায় ১৪ জন ও সরাইলে ৯ জন।
আজ পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা ৫৬৫ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৪ জন ও মারা গেছে ৬ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ৬৫১ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ১৩ জন, আইসোলেশনে আছেন ৪৪১ জন। এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে ৮১২৩ জনের ও ফলাফল পাওয়া গেছে ৫৯৬৬ জনের।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply