স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
মহামারি করোনায় এবার ব্রাহ্মণবাড়িয়ার দুই চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আক্রান্ত হয়েছেন। এতে আদালতপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আক্রান্তরা হলেন – ব্রাহ্মণবাড়িয়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল আমিন।
গতকাল শনিবার রাতে ৪৭৪ টি রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে আসে। এতে ৫৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। ৫৮ জনের মধ্যে দুই চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের করোনা পজিটিভ রিপোর্ট আসে।
আজ রবিবার (০৫ জুলাই) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগী সংখ্যা ১১৭৮ জন। এর মধে জেলায় এ পর্যন্ত মোট মারা গেছেন ২০ জন।
সিভিল সার্জন ডাঃ একরামউল্লাহ আরো জানান, আক্রান্ত দুই চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply