সদর উপজেলা (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজার টেকনাফে পান-সুপারি ব্যবসার আড়ালে চলছে রমরমা ইয়াবা বাণিজ্য। পান ও সুপারি বোঝাাই ট্রাক যাবে ঢাকা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে, সাথে বিশেষ কায়দায় ট্রাকে করে নিয়ে যায় বিপুল পরিমাণ ইয়াবা। ইয়াবা ব্যবসায়ীদের এমন কৌশলে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে বৈধ পান ও সুপারী ব্যবসায়ীরা। এলাকায় প্রচার করে পান-সুপারি ব্যবসায়ী,প্রকৃতভাবে তিনি একজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী, তার বিরুদ্ধে ইয়াবার ব্যবসার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তিনি হচ্ছেন টেকনাফ জুমপাড়া, পুরানপাড়া শামলাপুর বাহার ছড়ার আশরাফ আলীর পুত্র শামসু উদ্দীন । যে শুমসু উদ্দীন বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলাও ছিল। যার একটি মামলার নং GR-৬৮৩/১৫। এপর্যন্ত পুলিশ, র্যব বিজিবির সদস্যরা সুপারির ভিতর যত ইয়াবা পেয়েছেন সব তারই চালান বলে জানা যায়। শামসুদ্দিন এলাকার যুব সমাজকে ইয়াবা ব্যবসার সাথে জড়িয়ে সমাজকে কলঙ্ক করছেন বলে অভিযোগ উঠেছে।বিশেষ সূত্রে জানা যায়- জুমপাড়া পুরানপাড়ার বর্তমানে ইয়াবার প্রধান হচ্ছে আশরাফ আলীর পুত্র শামসুদ্দিন । তার সাথে কয়েকজন ইয়াবা গডফাদারের নতুন চুক্তি হওয়ার পর বর্তমানে টেকনাফে ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ করছে শামসুদ্দিন । লাখ লাখ ইয়াবা কৌশলে দেশের বিভিন্ন স্থানে পাচার করতে মাধ্যম হিসাবে ব্যবহার করছে পান সুপারির ট্রাক। সে ট্রাকে করে প্রতিনিয়ত ইয়াবা পাচার হলেও প্রশাসনের কাছে সম্পূর্ণ অজাানা রয়েছে শামসুদ্দিনের কৌশল। তা খতিয়ে দেখতে গোয়েন্দা ও প্রশাসনের নজরদারীর দাবী জানিয়েছেন সচেতন মহল।
ইনাম/সময়নিউজবিডি টুুুয়েন্টিফোর।
Leave a Reply