স্টাফ রিপাের্টার//সময়নিউজবিডি
হবিগঞ্জের লাখাইয় পুলিশের অভিযানে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে এবং পারভেজ ও ইয়াহিয়া নামে আরো ২ জন পলাতক রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে লাখাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গত শনিবার রাত ১১ঘটিকার সময় গােপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় চন্দ্র দেবের নেতৃৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে লাখাই উপজেলার বাম ইউনিয়নের ভাদিকারা এলাকা থেকে মাদক ব্যবসায়ী আলাউদ্দিন আলন (৪১) তার স্ত্রী রােশনা বেগম (৩৫), মৃত নুরুজ মীরের ছেলে পলাশ মীর (৩৫) ও রাধশ্যাম শীলকে (২৫) ১০ পুরিয়া গাঁজা এবং ৬৩ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। এ সময় দুইজন পালিয়ে যায়। পলাতক আসামি মৃৃত্যু খসরু মিয়ার ছেলে পারভেজ (৩০) গ্রাম মশাদিয়া, ইয়াহিয়া (৩৫) লাখাই আমানউল্লাপুর।
উল্লেখ্য, আসামী আলাউদ্দিন আলন এর নাম ৩টি মাদক মামলা ও ২ টি ডাকাতি মামলাসহ মােট ৫টি মামলা রয়েছে। ইয়াহিয়ার বিরুদ্ধে হত্যা মাদক ব্যবসা নারীও শিশু নির্যাতনসহ প্রায় ৮টি মামলা রয়েছেন। উক্ত ঘটনায় লাখাই থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ মাে. সাইদুল ইসলামের সাথে যােগাযােগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ জিরাে টলারেন্সে রয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply