স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
মহামারি করোনা ভাইরাস কুভিড-১৯ সংক্রমণে বিশ্বব্যাপী মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। আতঙ্কের মাঝে বিশ্বমুসলিম উম্মাহ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে। করোনা আতঙ্কের মাঝেই আমাদের সন্নিকটে চলে এসেছে পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন এর নির্দেশে জেলা প্রশাসনের উদ্যোগে জেলাব্যাপী কুরবানির পশুর হাটকে কেন্দ্র করে “নো মাস্ক নো এন্ট্রি এন্ড নো মাস্ক নো সেল ” স্লোগানের মাধ্যমে ক্রেতা বিক্রেতাসহ সকল সর্বসাধারণকে নিরাপদ রাখতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বাজার মনিটরিং করা হচ্ছে।
শুক্রবার (২৪ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে গোপীনাথপুর গরুর বাজারে “নো মাস্ক নো এন্ট্রি এন্ড নো মাস্ক নো সেল ” এই শ্লোগান যথাযথভাবে বাস্তবায়নে মনিটরিং করা হয়।
কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবা খান কুরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বাজার মনিটরিং কার্যক্রমে নেতৃত্ব দেন। এসময় কসবা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply