সংবাদ শিরোনাম
সরাইল অন্নদার সাবেক প্রধান শিক্ষক আসাদউদ্দিন ঠাকুর আর নেই

সরাইল অন্নদার সাবেক প্রধান শিক্ষক আসাদউদ্দিন ঠাকুর আর নেই

সরাইল প্রতিনিধির//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সদর ইউনিয়নের বড় দেওয়ানপাড়ার মৃত মাইন উদ্দিন ঠাকুর ওরফে মোগল ঠাকুর এর ছোট পুত্র ও  সরাইল অন্নদা সরকার উচ্চ বিদ্যালয়রে সাবেক প্রধান শিক্ষক আসাদ উদ্দিন ঠাকুর (৯০) আর নইে। 
মঙ্গলবার (২৮জুলাই) বাংলাদশে সময় রাত সাড়ে ৮টায় আমেরিকার ফ্লোরেডিয়ায় তিনি ইন্তেকাল করেছেনে।(ইন্নালল্লিাহ–রাজিউন)।  
শিক্ষকতা পশো থেকেে অবসরের পর স্বপরবিারে তিনি আমেরিকার ফ্লোরিডায়  বসবাস করছিলেন। মৃত্যুকালে ৭ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রখে গেছেনে।
মরহুমরে  মৃত্যুতে ভীর শোক প্রকাশ করেছেনে সাবেক সংসদ সদস্য এডভোকটে জয়িাউল হক মৃধা।      
সরাইল উপজেলা পরষিদরে চেয়োরম্যান রফকি উদ্দনি ঠাকুর। উপজেলা আওয়ামী লীগরে  আহবায়ক আলহাজ্ব এডভোকেট নাজমুল হোসেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ হুমায়ূন কবরি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শফকিুর রহমান, সাধারণ সম্পাদক আবেদুর আর শাহীন,  সরাইল পাইলট বালকিা উচ্চ বদ্যিালয়রে প্রধান শক্ষিক ও  উপজলো বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসনে মাষ্টার,  সরাইল অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শক্ষিক আবু ছিদ্দিক, বিএনপি নেতা আনিছুল ইসলাম ঠাকুর মরহুমরে রুহরে মাগফরোত কামনা করে পরবিাররে সদস্যদরে প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com