সময়নিউজবিডি রিপোর্ট
ঢাকা- সিলেট মহাসড়কের শাহবাজপুর সেতুতে টােল আদায়ের সিদ্ধান্তের প্রতিবাদে এক জরুরী আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকাল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির মেড্ডাস্থ কার্যালয়ে ঢাকা-সিলট মহাসড়কের শাহবাজপুর নামক স্থানে তিতাস নদীর উপর নির্মিত সেতুর টােল আদায়ের সিদ্ধান্ত নেওয়ায় প্রতিবাদ জেলা বাস মিনিবাস মালিক সমিতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক মালিক গ্রুপ, ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক ও ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সমন্বয়ে এক জরুরী আলােচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তাগণ বলেন, ঢাকা- সিলট মহাসড়ক বাংলাদেশের একটি ব্যস্ততম সড়ক। প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে থাকে এই সড়ক দিয়ে। ব্রাহ্মণবাড়িয়া জেলার লােকাল সার্ভিসের বাস গাড়িগুলি দিন ৭-৮ বার এবং স্থানীয় ট্রাক ও ট্যাংকলরীগুলি দিন ৬-৭ বার উল্লেখিত সেতুর উপর দিয়ে আসা- যাওয়া করে। যার কারণে সেতুতে টােল আদায় কার্যকর হলে আমাদের স্থানীয় পরিবহন ব্যবসায়ীগণ মারাত্মকভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। সড়কটিতে ধারণ ক্ষমতার অধিক যানবাহন চলাচল করার ফলে টােল আদায় শুরু হল সড়কে মারাত্মক যানজটের সষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বক্তাগণ আরাে বলেন, পূর্বেও উল্লেখিত সেতুতে টােল আদায় করা হতাে না ভবিষ্যতেও এই সেতুতে টােল আদায় করার সিদ্ধান্ত বাতিল করার জন্য স্থানীয় প্রশাসনের কাছে আহবান জানান।
সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস, ট্রাক মালিক ও শ্রমিক সংগঠনের সকল নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি হাজী মােঃ জসিম উদ্দিন জমসেদ। সভা পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মােহাম্মদ হানিফ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply