স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৫ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন এর সভাপতিত্বে সভায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সাংবাদিকবৃন্দ, স্কাউট প্রতিনিধি, আইনজীবি সমিতির সভাপতি, এনজিও প্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ জেলা এবং উপজেলা পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায অংশগ্রহণ করেন।
জেলা এবং উপজেলা পর্যায়ের অধিকাংশ অংশগ্রহণকারীগণ ভার্চুয়াল পদ্ধতিতে সভায় যুক্ত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply