বিজয়নগর প্রতিনিধি
আগামী ১৮ জুন ২০১৯ ইং পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আলহাজ্জ্ব অ্যাডভোকেট তানভীর ভুইয়ার বিজয় সুনিশ্চিত করতে পত্তন ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে পত্তন ইউনিয়নের মনিপুর বন্দর বাজারে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
পরামর্শ সভায় পত্তন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক এমদাদ বারী।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ দুধ মিয়া।
পরামর্শ সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার আব্দুল মোতালিব, আওয়ামীলীগ নেতা মোঃ বিল্লাল মিয়া, মোঃ মানজু মিয়া, জাতীয় পার্টির নেতা মোঃ এলু মিয়া, বন্দর বাজার কমিটির সহসভাপতি মোঃ আব্দুল জব্বার ওরফে ছোট্ট মিয়া, ছাত্রলীগ নেতা মোকতার হোসেন সহ স্থানীয় আওয়ামীলীগ, জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ এলাকার সর্বস্তরের সাধারন জনগন।
সভায় বক্তারা বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্জ্ব অ্যাডভোকেট তানভীর ভুইয়া কে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply