সংবাদ শিরোনাম
আশুগঞ্জে দু’পক্ষে সংঘর্ষে নিহত- ২।। আহত- ২০

আশুগঞ্জে দু’পক্ষে সংঘর্ষে নিহত- ২।। আহত- ২০

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ইশান (২২) ও মোঃ মনির হোসেন (২৪) নামে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ২০ জন আহত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার লালপুর ইউনিয়নের লামা বায়েক গ্রামে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার সন্ধ্যায় উপজেলার লালপুর ইউনিয়নের লামা বায়েক এলাকার একটি দোকানে আড্ডা দিতে গিয়ে লামা বায়েক এলাকার বাদশা বাড়ির আহম্মদ আলীর ছেলে আলী আজম ও মালেক বেপারীর বাড়ির মতলব মিয়ার ছেলে দুলাল মিয়ার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আলী আজম দুলালকে থাপ্পর মারেন। এ ঘটনার জেরধরেই মঙ্গলবার সন্ধ্যায় দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে একই গ্রামের মিলন মিয়ার ছেলে ইশান ঘটনাস্থলেই মারা যান ও হামলায় একই গোষ্ঠীের সিরাজুল ইসলামের ছেলে মনির হোসেনকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
পরে পুলিশ নিহত ঈশান ও মনির হোসেনের মরদেহ উদ্ধার করে তাদের লাশ জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠিয়েছেন।
এদিকে সংঘর্ষের খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে আশুগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাবেদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com