স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক চাপায় মোঃ শফিকুল ইসলাম-(৩৫) নামে এক এনজিও কমর্ী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রামপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম উপজেলার বুধন্তি ইউনিয়নের কেনা গ্রামের জহিরুল ইসলামের ছেলে। নিহত শফিকুল ইসলাম জেলার নবীনগর উপজেলায় বে-সরকারি সংস্থা আশায় কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদশর্ী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় শফিকুল ইসলাম তার কর্মস্থল নবীনগর থেকে মোটর সাইকেলযোগে নিজ বাড়ি বুধন্তি ইউনিয়নের কেনা গ্রামে ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় পৌছলে সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাকের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। ঘাতক ট্রাকটিকে পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় কোন মামলা দায়ের করা হয়নি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply