ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১০ অক্টোবর খারঘর গণহত্যা দিবস উপলক্ষ্যে শনিবার সকালে খারঘর গণকবর সংরক্ষণ ও বাস্তবায়ন কমিটি উদ্যোগে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আ.লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। স্থানীয় বড়াইল ইউনিয়ন আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. আজগর আলী মোল্লা সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্ধোধক ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ আবুল হোসেন আজাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবীনগর উপজেলা নিবাহর্ী কর্মকর্তা একরামুল ছিদ্দিক, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( নবীনগর) সার্কেল মকবুল হোসেন, নবীনগর থানা পরিদর্শক (তদন্ত) মো. রহুল আমিন, বড়াইল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড’র সাবেক কমান্ডার জাহাঙ্গীর আলম, নবীনগর উপজেলা আ.লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল খালেক বাবুল, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান নান্নু মাস্টার, খারঘর গণকবর সংরক্ষণ ও বাস্তবায়ন কমিটি মো. মহিউদ্দিন জীবন প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে খারঘর গণকবর স্মৃতি বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অতিথিরা। আলোচনা সভা শেষে শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)।
Leave a Reply