স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের শুভ উদ্বোধন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিনভর তিনি উপজেলার বিভিন্ন স্থানে এসব উন্নয়ন মূলক কাজের শুভ উদ্বোধন করেন।
উন্নয়ন মূলক কাজের মধ্যে উপজেলার চরইসলামপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ও উপজেলা অফিসার্স ক্লাব ভবন এর শুভ উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইয়াসির আরাফতের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান গুলোতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা লুৎফর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী দাস সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অফিসারবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ প্রমূখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply