গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি, পূর্বপাইকপাড়ার সমাজ সংঘ সার্বজনীন কালীমন্দির, কালাইশ্রীপাড়া স্বগর্ীয় গুর“চরণ রায়ের আখড়াসহ শহরের বিভিন্ন শ্রী শ্রী শারদীয়া দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর। পরিদর্শনকালে শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়িতে উপস্থিত ছিলেন উত্তম কুমর রায়, ইঞ্জিঃ বিভাষ রায়, অরূপ চন্দ্র রায়, প্রদীপ বণিক, রতন কর্মকার, আশীয় পাল। পূর্বপাইকপাড়ার সমাজ সংঘ সার্বজনীন কালীমন্দির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সভাপতি বানু বণিক, সাধারণ সম্পাদক ডাঃ প্রশান্ত, সদস্য সুভাষ দেবনাথ, উমা দেবনাথ। কালাইশ্রীপাড়া স্বগর্ীয় গুর“চরণ রায়ের আখড়া মন্দির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সভাপতি পরিমল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক স্বপন কুমার রায়, আশিষ রায় প্রমুখ। এছাড়াও প্রতিটি পূজামন্ডপে পূজারী, ভক্তবৃন্দ ও দর্শনাথর্ীগণ উপস্থিত ছিলেন। পূজামন্ডপ পরিদর্শনকালে মেয়রের সঙ্গে ছিলেন পৌর কাউন্সিলর আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নজর“ল ইসলাম শাহজাদা, আসিফ ইকবাল খান, সুমন সাহা প্রমুখ। পরিদর্শনকালে করোনা মহামারি পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে পূজার সব কার্যক্রম পরিচালনার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে মেয়র মিসেস নায়ার কবির বলেন, আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা স্বাস্থ্যবিধি মেনেই ধর্মীয় কাজগুলো সম্পন্ন করবেন। তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার সকল ধর্মের মানুষের ধমর্ীয় স্বাধীনতা নিশ্চিত করার যাবতীয় ব্যবস্থা করেছে। শারদীয় দূর্গোৎসব সকলে মিলে মিশে শান্তিপূর্ণভাবে উদযাপন করতে হবে। তিনি এ সময় সকলের প্রতি শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ সময় তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার শাসনামলে সকল ধর্মের মানুষ নিরাপদ। অসম্প্রসায়িক বাংলাদেশ বির্নিমানে আওয়ামী লীগ সরকারের বিকল্প নাই। (প্রেস বিজ্ঞপ্তি)।
Leave a Reply