স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি যাত্রীবাহী বাস ও পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে তিন নিহত ও আরো পাঁচজন আহত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বিজয়নগরের রামপুর নামক স্থানে এ সড়ক দূর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বুধবার সন্ধ্যা ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের রামপুর নামক এলাকায় যমুনা ব্রিকস ফিল্ডের সামনে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস ও বিপরীত থেকে আসা পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই পাওয়ার টিলারে থাকা তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছে।নিহতরা হলেন – বিজয়নগর উপজেলার চরইসলামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত সাঈদ মিয়ার ছেলে আক্তার হোসেন (৫০), মৃত সোলায়মান মিয়ার ছেলে রমজান মিয়া (৬০) ও মৃত হাবিবুল্লাহ মিয়ার ছেলে শহিদুল্লাহ (৩০)। আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply