স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমবায় মন্ত্রণালয়ের অনুমোদিত আর্থিক প্রতিষ্টান ন্যাশনাল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর এককালীন সঞ্চয় স্কীম “টিএমআর” (আট বছর মেয়াদী) এর এক গ্রাহকের মেয়াদপূর্তি হওয়ায় লভ্যাংশসহ সমুদয় টাকা প্রদান করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে জেলা শহরের মসজিদ রোডস্থ ন্যাশনাল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর কার্যালয়ে গ্রাহকের হাতে মেয়াদপূর্তির টাকা প্রদান করা হয়।
“টিএমআর” গ্রাহক রৌশনআরা বেগমের হাতে মেয়াদপূর্তির লভ্যাংশসহ সমুদয় টাকা তুলে দেন ন্যাশনাল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক মোঃ এনামুল হক খোকন ও ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম লিমন।
এককালীন সঞ্চয় স্কীম ৭ নাম্বার “টিএমআর” এর গ্রাহক রৌশনআরা বেগম মেয়াদপূর্তির টাকা হাতে পেয়ে খুবই খুশি। এসময় রৌশনআরা বেগমের সাথে তার স্বামী আব্দুল লতিফ সরকার ও ছেলে মোঃ কামাল উদ্দিন সরকার উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply