স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
“জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান” প্রতিপাদ্যে কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর ও অপপ্রচারের
বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রতিবাদ সভা করেছে উপজেলা সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্ত্বরে বিজয়নগর উপজেলার সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, উপজেলা নির্বাহী অফিসার কে.এম ইয়াসির আরাফাত, সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাহাবুবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিকুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নিরূপা ভৌমিক,সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মুনছুর আহমেদ, দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান, ইউপি চেয়ারম্যান এ এম শামিউউল হক চৌধুরী, জিয়াউল হক বকুল। প্রতিবাদ সমাবেশে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারিবৃন্দ, ইউপি চেয়ারম্যানগণ, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply