প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গ করায় ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার মেশকাত জামাতের সকল ছাত্রদের বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার (০২-০১-২০২১ঈসায়ী) সকাল ১১ ঘটিকায় জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া দপ্তরে জমিয়াতুল মোদার্রেছীনের ( শিক্ষকমণ্ডলীর) এক জরুরী পরামর্শ সভায় সর্বসম্মতিক্রমে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সকলের সর্বসম্মতিক্রমে ১৪৪২ হিজরী শিক্ষাবর্ষের ছালেছে আশার (মেশকাত জামাত) এর সকল ছাত্রকে মাদ্রাসার কানুন ভঙ্গ করে জামিয়ার ইতিহাস-ঐতিহ্য ও মানসম্মান এর উপর চরমভাবে আঘাত হানার অপরাধের সম্পূর্ণরূপে বহিষ্কার করা হলো।
জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষা সচিব মুফতি শামসুল হক সরাইলি জমিয়াতুল মোদার্রেছীনের পক্ষে এ বহিষ্কারাদেশ দেন।
জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার প্রিন্সিপাল মুফতী মুবারকুল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। (প্রেস বিজ্ঞপ্তি)
Leave a Reply