সংবাদ শিরোনাম
আখাউড়ায় কর্মপরিকল্পনা প্রনয়নে সাংবাদিকদের সাথে পৌর মেয়রের মতবিনিময়

আখাউড়ায় কর্মপরিকল্পনা প্রনয়নে সাংবাদিকদের সাথে পৌর মেয়রের মতবিনিময়

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে উন্নত সেবা দিতে কর্ম-পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আখাউড়া পৌর সভার মেয়র মোঃ তাকজিল খলিফা কাজল।
গতকাল মঙ্গলবার দুপুরে পৌর কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় মেয়র তাকজিল খলিফা কাজল গত পাঁচ বছরের উন্নয়ন কর্মকান্ডের বিস্তারিত তুলে ধরেন। 
লিখিত বক্তব্যে কাজল জানান, গত পাঁচ বছরে পৌরসভায় ১৭ কোটি ৮১ লাখ ৬৭ হাজার টাকার উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হয়েছে। এর মধ্যে ৩৩৯টি প্রকল্প রয়েছে। বিশ্ব ব্যাংকের সহায়তায় ১০০ কোটি টাকা ব্যয়ে ওয়াটার ট্রিটমেন্ট প-ান্ট বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। 
এ সময় মেয়র আরো বলেন, তার আমলে আখাউড়া পৌরসভা তৃতীয় শ্রেনী থেকে প্রথম শ্রেনীতে উন্নীত করা হয়েছে।
মত বিনিময়সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি মোঃ মানিক মিয়া, সাংবাদিক রফিকুল ইসলাম, কাজী হান্নান খাদেম, আব্দুল মমিন বাবুল, মোঃ নুরুন্নবী ভূঁইয়া প্রমুখ।
মত বিনিময় সভায় সাংবাদিকরা পৌরসভার উন্নয়নে সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা তুলে ধরেন। এ সময় মেয়র সাংবাদিকদের পরামর্শগুলো তিনি বাস্তবায়নে চেষ্টা করবেন বলে জানান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com