স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম’র উদ্বোধন উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সাধারন সভা করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
সোমবার (১১ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও উপজেলা পরিষদ এর মাসিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বিজয়নগর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম শুভ উদ্বোধন করেন ও হতদরিদ্র জনগণের মাঝে সরকারী ঋণ বিতরণ করেন।
উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) কে এম ইয়াসির আরাফাত এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট তানভীর ভুইয়াসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply