স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইট প্রস্তুত এবং ভাটা স্থাপন ( নিয়ন্ত্রণ) আইন,২০১৩( সংশোধিত ২০১৯) লংঘন করায়, শিক্ষা প্রতিষ্ঠান এর নিকটবর্তী হওয়ায় পরিবেশ এর ছাড়পত্র এবং ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় দুটি ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার তিনলাখ পীর ও সৈয়দাবাদে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইন লঙ্ঘন করে ইট প্রস্তুত করায় তিনলাখ পীরে কসবা ব্রিকস ও সৈয়দাবাদে বিজনা ব্রিকসকে দুই লাখ টাকা করে চার লাখ টাকা অর্থদণ্ড করে তা আদায় করা হয়েছে। ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply