সংবাদ শিরোনাম
বিজয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা

বিজয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল ৯ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান এর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমাণা করেন। জানা যায়, রবিবার সকালে বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের ভুইয়া (এলএনবি) ব্রিক্সস কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ ভঙ্গ করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই লাখ টাকা অর্থদণ্ড করেন এবং তা আদায় করেন। 
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিশাল  চক্রবর্তী ও বিজয়নগর থানা পুলিশ প্রসিকিউসনে সহায়তা করেন।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com