স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের তিনবারের সফল সংসদ সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির জন্মদিন উপলক্ষে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুরে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ জানুয়ারি) বিকেলে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর বন্দর বাজারে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন বিশিষ্ট সমাজসেবক ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে পত্তন ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হৃদয় আহমেদ জালাল।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে হৃদয় আহমেদ জালাল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক এমদাদ বারী, যুগ্ম আহবায়ক মাওলানা সিরাজুল ইসলাম সিরাজ আক্রাম, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক কাজী মোঃ তাজুল ইসলাম, পত্তন ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক মোঃ সেলিম মেম্বার, পত্তন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগন।
বক্তাগন, বিজয়নগরে উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বিষয়ে আলোকপাত করেন এবং এলাকাবাসীর পক্ষ থেকে এ অভূতপূর্ব উন্নয়নের জন্য মোকতাদির চৌধুরী এমপির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
পরে আলোচনা সভা শেষে জন্মদিনের একটি কেক কাটেন ও নিরাপদ ও পরিচ্ছন্ন ব্রাহ্মণবাড়িয়া গড়ার কারিগর র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ও তাঁর পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply