শামিম ইশতিয়াক, ময়মনসিংহ প্রতিনিধি
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের ২০৩০ ইং সালের মধ্যে স্বপ্ন পূরণের লক্ষে এসডিজি লক্ষ’মাত্রা অর্জনে ময়মনসিংহের ত্রিশালের ১নং ধানীখোলা ইউনিয়ন পরিষদের আয়োজনে শিক্ষা, স্বাস্থ্য, সেনিটেশন, যোগাযোগ ব্যবসা, বিদ্যুৎ, মা ও শিশু মৃত্যুর হার, গৃহহীনদের বাসস্থানের উন্নয়ন, বাল্য বিবাহ, শিশু ও নারী নির্যাতন, ইভটিজিং, মাদক, সন্ত্রাস, দূর্নীতিসহ বিভিন্ন বিষয়ে গণসচেতনতা মূলক আলোচনা, নিয়মিত কর পরিশোধকারী ইউনিয়নবাসির মাঝে লটারীর মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৮ জুন) ত্রিশাল উপজেলার ১নং ধানীখোলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে নিয়মিত কর পরিশোধকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব আব্দুল মতিন সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক নবী নেওয়াজ সরকার, ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ এন এম শোভা মিয়া আকন্দ, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, ৩নং কাঁঠাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হুসেন কামাল।
অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, ইউপির সদস্যা ও সদস্যবৃন্দ, ইউপি সচিব, সাংবাদিকবৃন্দ এবং ধানীখোলা ইউনিয়নের সর্বসাধারণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২শত ৫৫ জন নিয়মিত কর পরিশোধকারী ইউনিয়নবাসির মাঝে লটারীর মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply