স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
পঞ্চম ধাপের পৌর নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদের প্রার্থীরা নিজ নিজ নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাধারন নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ জিল্লুর রহমানের কার্যালয়ে উপস্থিত হয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।
ব্রাহ্মণবাড়িয়া নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ০৬ জন, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৫ জন এবং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৬৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মেয়র পদে আওয়ামীলীগের নৌকা প্রতীকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান মেয়র ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি বিশিষ্ট নারী নেত্রী মিসেস নায়ার কবির, বিএনপির ধানের শীষ প্রতীকে জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক জহিরুল হক খোকন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনীত মোঃ আব্দুল মালেক, ওয়ার্কাস পার্টি মনোনীত মোঃ নজরুল ইসলাম, স্বতন্ত্র মেয়র প্রার্থী হাজী মাহমুদুল হক ভুইয়া ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল কারীম।
এদিকে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৫ জন ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১ নং ওয়ার্ডে মোঃ ওয়াসিম, ২ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আক্তার হোসেন চৌধুরী, বর্তমান কাউন্সিলর খবির উদ্দিন ৮ নং ওয়ার্ডে মোঃ মামুন খন্দকার, সাংবাদিক মীর মোঃ শাহীন, সৈয়দ সাজ্জাদ হোসেন, ৬ নং ওয়ার্ডে একক কাউন্সিলর বর্তমান কাউন্সিলর ওমর ফারুক জীবন সহ ৬৩ জন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাধারন নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান মনোনয়নপত্র জমাদানের বিষয়টি নিশ্চিত করেন।
আগামী ৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১১ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার ও আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২১ ইং তারিখে ইভিএম এর মাধ্যমে সকাল থেকে বিকেল পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মোট ভোটার সংখ্যা ১লাখ ২০ হাজার ৫০৪জন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply