স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে ও নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন বলে জানিয়েছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান।
বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের প্রকল্প পরিদর্শন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমানকে ফুলেল শুভেচছা জ্ঞাপন করছেন ইউএনও একরামুল ছিদ্দিক।
প্রতিমন্ত্রী আরো বলেন, নির্বাচন নিয়ে কারো কোনো দাবী থাকলে সংবিধানের অধ্যাদেশ বাতিল না করে অন্য কোনোভাবে দাবী মানার কোনো সুযোগ নেই। তবে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশনকে সকল প্রকার ক্ষমতা দেওয়া হবে। তিনি বলেন, সম্প্রতি কয়েকটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এসব নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।
ডাঃ এনামুর রহমান আরো বলেন, আমরা দেশকে উন্নত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভিশন দিয়েছেন সেটি আমরা বাস্তবায়নের জন্য চেষ্টা করে যাচ্ছি।
এদিকে, মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নবীনগর উপজেলার ভূমিহীনদের জন্য ৫শত ঘরসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করে সন্তোষ প্রকাশ এবং নবীনগরের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান।
মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নির্মিত ঘর।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া -৫ নবীনগর আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম এ হালিম, বিদ্যাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাবেক ভিপি মোঃ এনামুল হাসান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply