মতিউর মুন্না,স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন (বিএপিএস) ব্রাহ্মণবাড়িয়া জেলার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টা পৌর মেয়রের অফিস কক্ষে এ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি বিশিষ্ট নারী নেত্রী মিসেস নায়ার কবির, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন (বিএপিএস) এর সহসভাপতি-০১ মোঃ আকতার হোসেন, বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন (বিএপিএস) চট্রগ্রাম বিভাগীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোজাম্মেল হক, বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন (বিএপিএস) এর যুগ্ম সাধারণ সম্পাদক সুমন দত্ত।
বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন (বিএপিএস) চট্রগ্রাম বিভাগীয় আহ্বায়ক কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার হিসাবরক্ষন কর্মকর্তা মোহাম্মদ গোলাম কাউছার এর সভাপতিত্বে ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের নবগঠিত কমিটির উপদেষ্টা ও পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সচিব মোঃ সামসুদ্দিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ কাউছার আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের নবগঠিত কমিটির সভাপতি মুজিবুর রহমান, সিনিয়র সহসভাপতি এস এম আলম, নবগঠিত কমিটির সদস্য মতিউর রহমান চৌধুরী মুন্না প্রমুখ। এসময় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, আখাউড়া পৌরসভা, কসবা পৌরসভা, নবীনগর পৌরসভা ও বাঞ্ছারামপুর পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণদের ফুলেল শুভেচছা জানান ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply