স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সড়ক দুর্ঘটনায় কাউছার মিয়া (৩০) ও অজ্ঞাতনামাসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টায় জেলার কসবা উপজেলার খাড়েরা এলাকায় ট্রাক, ট্রাক্টর ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে এ দূর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা এলাকায় ট্রাক-ট্রাক্টর ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে কাউছার মিয়া ও অজ্ঞাতনামা একজনসহ দুইজন নিহত হন। নিহত কাউছার সিএনজির চালক।
এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ জালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply