ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলো অতিরিক্ত ফি আদায় করছে বলে অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে বুধবার (৩১ জুলাই) বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি ডায়াগনস্টিক সেন্টার ও একটি হাসপাতালকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন।
জানা গেছে, অতিরিক্ত ফি আদায়ের অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদের নেতৃত্বে শহরের কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার ও বেসরকারি হাসপাতালে অভিযান চালায়। অভিযানে ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু নির্ণয়ের মূল্য তালিকা না ঝুলানো এবং রোগীদের কাছ থেকে নেয়া বিভিন্ন পরীক্ষার ফি আদায়ের রশিদ ঘেঁটে অতিরিক্ত মূল্য আদায় করায় ২৫ হাজার টাকা, মডার্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে রোগীদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় করায় ১০ হাজার টাকা এবং নাজ মেডিকেল হলের রোগ নির্ণয়ের রশিদ ঘেঁটে রিপোর্ট দেয়ার জায়গায় এক ধরণের টাকার অঙ্ক এবং একই পরীক্ষার জন্য ভিন্ন ভিন্ন টাকার অঙ্ক লেখা দেখতে পেয়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া হোপ ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালে মূল্য তালিকা ঝুলানো না থাকায় এবং ডেঙ্গু নির্ণয়ে অতিরিক্ত টাকা আদায় করায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাফফাত আরা সাঈদ এবং সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক এষণা পাল।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ জানান, ডেঙ্গু নির্ণয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য রোগীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় এবং মূল্য তালিকা না টানানোর কারণে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply