স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, ইসলামের সৌন্দর্য যারা ভালভাবে জানে না তারা কখনো ইসলামের জন্য মঙ্গলজনক হতে পারে না। তারা যদি ইসলামের সৌন্দর্য জানতো তাহলে তারা ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিসহ বিভিন্ন স্থাপনা ভাঙ্গচুর করতো না। সকল ধর্মের সমঅধিকার ইসলামে আছে। ইসলামের কোথাও লেখা নেই যারা মূর্তি পুজা করে তাদের কেল্লা কেটে নিতে হবে। আমাদের বিশ্ব নবী মুহাম্মদ (সাঃ) এই সব বিশ্বাস করতেন। তাই আমরা এই গুলো বিশ্বাস করা ও মানা সুন্নত মোয়াক্কাদা বলে মনে করি।
বুধবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বিজয়নগর উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা প্রশাসন আয়োজিত সামাজিক সম্প্রীতির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুন এর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, পুলিশ সুপার মোঃ আনিছুর রহমান, বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোজ্জামেল হোসেন রেজা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা নাখলু আক্তার, ভাইস চেয়ারম্যান সাবিত্রী রাণী ও মাহমুদুর রহমান মান্না, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু আহমেদ ও ইন্সপেক্টর (তদন্ত) বিমল কর্মকার।
Leave a Reply