স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নকল কীটনাশক বিক্রয়ের দায়ে এক দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার তন্তর বাজারে ইভা ট্রেডার্স নামে একটি দোকানে অভিযান চালিয়ে এই এ জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান।
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া উপজেলার তন্তর বাজারের ইভা ট্রেডার্স নামে একটি কীটনাশকের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় দোকানে প্রচুর পরিমানে সিনজেনটা কোম্পানির নকল কীটনাশক পাওয়া যায়। যা দোকানের মালিক মানিক মিয়া দীর্ঘ দিন ধরে বিক্রি করে আসছিলেন। ভবিষ্যতে এই ধরনের অপকর্ম আর করবেন না মর্মে অঙ্গীকার করায় এই অপরাধে ওই ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
אני מאוד ממליץ על אתר הזה כנסו עכשיו ותהנו ממגוון רחב של בחורות ברמה מאוד גבוהה. רק באתר ישראל נייט לאדי https://romantik69.co.il/