স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে হাজী সফিউল্লাহ কে সভাপতি ও আবু নাছের আহমেদকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
রবিবার (২৩ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি হিসেবে হাজী সফিউল্লাহ, সিনিয়র সহসভাপতি হিসেবে মোঃ হানিফ মুন্সি, সহসভাপতি হিসেবে মোঃ আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রুবেল সিকদার ও সাংগঠনিক সম্পাদক হিসেবে আতাউর রহমান কবীর এবং কার্যকরী সদস্য হিসেবে জাকির হোসেন বাদলকে নির্বাচিত করা হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস সবুর। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।
উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হাজী সফিউল্লাহর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবু নাসের আহমেদ এর পরিচালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি তাজ মোঃ ইয়াছিন, হাজী মোঃ হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টুসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply