স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
কিশোরগঞ্জ ভৈরব থেকে অভিনব পদ্ধতিতে ১২ কেজি মাদকদ্রব্য গাঁজা পাচারকালে মোঃ মহরম আলী-(২১) ও মোঃ রুবেল মিয়া-(২৩) নামে ২ মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প।
শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ৯ টা ২০ মিনিটে ভৈরব দূর্জয় মোড় বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করেন।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, শুক্রবার সকালে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের সিনিঃ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলীর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন দূর্জয় মোড় বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে জামালপুরের ইসলামপুর উপজেলার পলবান্ধা ব্যাপারীপাড়ার সুজা ব্যাপারীর ছেলে রুবেল মিয়া ও একই এলাকার সওদাগর ব্যাপারীর ছেলে মোঃ মহরম আলীকে আটক করেন। এসময় তাদের দখলে থাকা একটি নীল রংয়ের তেলের ড্রামের মধ্যে অভিনব কায়দায় রক্ষিত অবস্থায় ১২ (বার) কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply